চাঁদপুরের হাজীগঞ্জের চৌধুরীপাড়ায় গতরাতে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের গোডাউনে চুরির ঘটনা ঘটেছে। চোরের দল সেখান থেকে একটি মোটরসাইকেল, চারটি অটোরিকশার ব্যাটারি, ৫ লিটার তেলের বোতল এবং নগদ অর্থ চুরি করে নিয়ে যায়।
জানা যায়, ভোরবেলায় গোডাউনের তালা ভাঙা অবস্থায় দেখতে পেয়ে মালিকপক্ষ দ্রুত পুলিশকে খবর দেয়। পুলিশের একটি টহলদল এসআই রাশেশের নেতৃত্বে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। অভিযান চালিয়ে হাজীগঞ্জ পৌরসভার জিয়ানগর এলাকা থেকে সন্দেহভাজন দুই চোরকে আটক করা হয়।
পরে দুপুরবেলা হাজীগঞ্জ থানার ওসি (তদন্ত) মিন্টু দত্তের নেতৃত্বে অভিযান চালিয়ে চৌধুরীপাড়ায় লুকিয়ে রাখা চোরাই চারটি ব্যাটারি উদ্ধার করা হয়। পাশাপাশি একটি ইটভাটায় লুকিয়ে রাখা চুরি যাওয়া মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়। মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা-মেট্রো-হ-৬৬-০৭০৮।
এই ঘটনায় আটককৃত দুই চোর হলেন হাজীগঞ্জ পৌরসভার মুকিমাবাদ গ্রামের সরদার বাড়ির হুমাইনের ছেলে হৃদয়(২৩) ও টোরাগর গ্রামের হরকার বাড়ির আক্তার হোসেনের ছেলে আসিফ(২৩)।
গোডাউনের মালিক অমি চৌধুরী বলেন, “সকালে স্টাফরা গোডাউনের তালা ভাঙা অবস্থায় দেখতে পায়। সিসিটিভি ক্যামেরার ওপর গামছা দিয়ে ঢেকে রাখা হয়েছিল। এরপর তারা আমাকে জানালে আমি এসে দ্রুত পুলিশে খবর দিই। পুলিশের অভিযানে চুরির মাল উদ্ধার হওয়ায় আমি কৃতজ্ঞ।”
হাজীগঞ্জ থানার ওসি (তদন্ত) মিন্টু দত্ত বলেন, “চোরদের আটক করা হয়েছে এবং তাদের নিয়ে অভিযান চালিয়ে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
এ অভিযান পরিচালনায় এসআই মোহাম্মদ ছায়েম ও তার সঙ্গীয় ফোর্স বিশেষ ভূমিকা পালন করেন।