শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগ নিয়েছেন হাজীগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ নূর নবী (সুমন তপদার)। তিনি তার নিজ কার্যালয়ে চার শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন।
গত কয়েকদিন ধরে হাজীগঞ্জ বাজারস্থ ডিগ্রি কলেজ রোডে অবস্থিত তার নিজ কার্যালয়ে এই কম্বল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। শীতের তীব্রতায় কষ্ট পাওয়া মানুষদের মাঝে এই উদ্যোগ প্রশংসিত হয়েছে।
সুমন তপদার জানান, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো তার দায়িত্ব এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে। তার এই মানবিক কার্যক্রম স্থানীয়দের মধ্যে প্রশংসা অর্জন করেছে।
৫ নং ওয়ার্ডের বিভিন্ন প্রান্ত থেকে অসহায় ও দুঃস্থ মানুষ তার কার্যালয়ে এসে কম্বল সংগ্রহ করেন। শীতার্ত মানুষদের সহায়তায় এমন উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।