ছেলে-মেয়েদের লেখাপড়া ও খেলাধুলার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির হোসেন বলেছেন, খেলাধুলা শরীরচর্চা এবং সংস্কৃতি চর্চা একটি জাতির জন্য অপরিহার্য। আমাদের ছেলে-মেয়েরা মানুষের মতো মানুষ হতে পারবে। তাদের মনটাও ভালো থাকবে, তারা ভালোভাবে লেখাপড়া শিখবে এবং বিপথে যাবে না।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ১ নম্বর ওয়ার্ডের পাইনাদী মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে পাইনাদী পিএম মোড় আলিফ টাওয়ারের সামনে নতুন বছর উলভাপন উপলক্ষে ব্যাটমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহম্মের সভাপতিত্বে ও নুরুল আমিন বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সমাজসেবক মো. ছমির আলী, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন নুরু, এডভোকেট রাজু আহমেদ, বিএনপি নেতা আলমগীর হোসেন, জামায়াতে ইসলামীর নেতা মুহাম্মদ মেহেদী, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক ছাত্রনেতা মোয়াজ হোসেন মানিক, ঢাকাস্থ দাউদকান্দি যুব ফোরামের সহ-সভাপতি সফিউল্লাহ লিপু, বিএনপি নেতা মোঃ ইউনুস।
এসময় উপস্থিত ছিলেন, ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম, জসীম উদ্দিন, আলী আকবর, গাজী সোহান, বিপ্লবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।##