বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কুয়েত শাখার ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন হাজী মোহাম্মদ ইউনুস মাহমুদ। বৃহস্পতিবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়।
জানা যায়, সংগঠনটির সভাপতি মোঃ বিল্লাল পাটোয়ারী দেশে সফরে যাওয়ার কারণে শাখার দায়িত্ব সহ-সভাপতি হাজী মোঃ ইউনুস মাহমুদ-এর হাতে অর্পণ করা হয়েছে। এখন থেকে তিনি ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সংগঠনের কার্যক্রম পরিচালনা করবেন।
সভাপতি মোঃ বিল্লাল পাটোয়ারী বলেন, “সহ-সভাপতি হাজী মোঃ ইউনুস মাহমুদ একজন দক্ষ ও অভিজ্ঞ নেতা। আমার অনুপস্থিতিতে তিনি অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে শাখার কার্যক্রম পরিচালনা করবেন।”
দায়িত্ব গ্রহণের পর হাজী মোঃ ইউনুস মাহমুদ সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আপনাদের আস্থা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞ। সবার সহযোগিতায় পরিষদের সকল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করব।”
এই সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুয়েত শাখার সাধারণ সম্পাদক রবিউল হক, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, অর্থ সম্পাদক শফিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শহিদুল ইসলাম, সদস্য আল আমিন ও আসাদুল ইসলাম।
এই দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে প্রবাসী অধিকার পরিষদ কুয়েত শাখার কার্যক্রম আরো গতিশীল হবে বলে আশা করছেন নেতৃবৃন্দ।