মতলব উত্তরে বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে দক্ষিণ রাঢ়ীকান্দি একাদশ ও মান্দারতলী একাদশ অংশ গ্রহণ করেন। খেলায় দক্ষিণ রাঢ়ী কান্দি একাদশ ১ গোলে বিজয়ী হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারী) বিকালে রাঢ়ীকান্দি মাঠে আয়োজিত ফাইনাল ম্যাচ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম সারোয়ার মজুমদার। খেলা শেষে পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে সারোয়ার মজুমদার বলেন, খেলাধুলা মনের বিকাশ ঘটায়। যুব সমাজকে মাদক, কিশোর গ্যাং, ইভটিজিংসহ নানা অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। মরহুম নুরুল হুদা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের যারা আয়োজন করেছে তাদের ধন্যবাদ জানাই, সুন্দর একটি টুর্নামেন্ট আয়োজন করার জন্য।
তিনি আরও বলেন, বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদা ছিলেন চাঁদপুর -২ (মতলব উত্তর-দক্ষিন) আসনের জননন্দিত নেতা। তারই সূযোগ্য সন্তান জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও চাঁদপুর-২ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদা তার বাবার মতো আর্দশ রাজনীতি করে যাচ্ছেন। যদি বিএনপি ক্ষমতা আসে আর তানভীর হুদা এমপি হয় তাহলে মতলবে আরো বেশি বেশি খেলাধুলার আয়োজন করা হবে।
ফতেপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্ত্বে ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান সজিবের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা জেলা বিএনপির সাবেক সদস্য আলাউদ্দিন খান, মতলব উত্তর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক দেওয়ান আবদুল করিম, জেলা মৎস্যজীবী দলের সহ-সভাপতি শহিদুল ইসলাম মোল্লা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদার, সমাজ সেবক জহির আহমেদ খান, সাবেক ছাত্রনেতা মামুনুর রশিদ, বিএনপি নেতা ইসমাইল হোসেন, ইসলামবাদ ইউনিয়ন যুবদল নেতা মিজান প্রধান, উপজেলা ছাত্র দলের আহবায়ক নুরুল হুদা ফয়েজিসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পশ্চিম ফতেপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন ও আয়োজক কমিটি সদস্যরা জানান, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও চেয়ারপার্সনের উপদেষ্টা এবং সাবেক তথ্যসংস্থাপন প্রতিমন্ত্রী চাঁদপুর-২ আসনের ৪ বারের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার নামে স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।