হাজীগঞ্জে নানার বাড়িতে বেড়াতে এসে আদনান নামের আড়াই বছর বয়সির এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের দক্ষিণ বড়কুল গ্রামের মোহনপুর বেপারী বাড়ীতে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু আদনান কালচোঁ দক্ষিণ ইউনিয়নের বাজনাখাল-চাঁদপুর গ্রামের গাজী বাড়ীর প্রবাসী কাউছার হোসেনের ছেলে।
জানা গেছে, সম্প্রতি মা ফাতেমা আক্তারের সাথে নানার বাড়িতে বেড়াতে আসে শিশু আদনান। এদিন সকালে নানার বাড়ির উঠানেই খেলাধূলা করছিলো সে। এরমধ্যেই বেশ কিছুক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা ও নানার বাড়ির লোকজন তাকে খুঁজতে বের হয়। এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়।
এসময় হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশু আদনানকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, শিশুটি খেলতে গিয়ে পরিবারের সবার অগোচরে পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। পরে পানিতে ভেসে ওঠে। এদিকে শিশুটির মৃত্যুতে পরিবারের সদস্য ও নিকট আত্মীয়-স্বজনসহ তার নানার বাড়ি ও বাবার বাড়ির লোকজনের মাঝে শোকের ছায়া নেমে আসে।
নিহতের বিষয়টি নিশ্চিত করে উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান জানান, শিশুটিকে আমরা হাসপাতালে মৃত অবস্থায় পেয়েছি। অর্থাৎ হাসপাতালে আনার পূর্বেই শিশুটি মারা গেছে। এসময় তিনি বলেন, পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধে যেসব পরিবারে ছোট শিশু সন্তান রয়েছে, সেসব পরিবারের অভিভাবকসহ পরিবারের লোকজনকে আরো বেশি সচেতন হতে হবে।