কচুয়ায় খেলতে গিয়ে আগুনে পুড়ে জ¦লসে যাওয়া শিশু
সামিয়ার ৫দিন পর চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ
করেন। রবিবার (২৬ জানুুয়ারি ২০২৫) সকাল ১০টায় ঢাকা শেখ
হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে
চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন তার
বাবা মিজানুর রহমান।
সামিয়ার বাবা মিজানুর রহমান জানান, আমার দুই মেয়ে
বড় মেয়ে তেতৈয়া প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী।
ছোট মেয়ে সামিয়া প্রথম শ্রেণীর ছাত্রী। গত ২১ জানুয়ারি
স্কুল ছুটির হওয়ার পর বড় বোনের জন্য অপেক্ষায় করতে গিয়ে অন্য
শিক্ষার্থীদের সাথে খেলার চলে ময়লার আগুনের স্তুপে পড়ে গিয়ে তার
শরীর জ¦লসে যায়। খবর পেয়ে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে
মেয়েটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ বার্ন
ইউনিটে ভর্তি করি। আজ সকালে আমার ছোট্ট সোনা মনি
সামিয়া আমাদের রেখে পরপারে চলে গেছে।
এব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পারভীন
সুলতানা জানান, শিশু শিক্ষার্থী সামিয়া অগ্নিদগ্ধ হওয়ার পর
থেকে তার চিকিৎসার খোঁজ খবর সবসময় নিয়েছি। তার অকাল
মৃত্যুতে আমি ও শিক্ষক পরিবারবৃন্দ মর্মাহত ও শোকাহত। আমরা
অফিসের কর্মকর্তা ও শিক্ষক নেতৃবৃন্দদের নিয়ে নিহত
শিক্ষার্থী সামিয়ার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের
সমাবেদনা জ্ঞাপন করেছি।