মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||
‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্য চাঁদপুরের হাজীগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (৯ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে এ উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়।
মেলা উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এদিন সকাল ১০টায় টেলিকনফারেন্সে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।
এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠিত মেলায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মাইনুদ্দীন। বক্তব্য শেষে মেলার স্টলগুলো ঘুরে দেখেন তাঁরা।
এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মেহেদি হাছান মানিক, কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ, উপজেলা প্রকৌশলী রেজওয়ানুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, পিআইও মো. জাকির হোসাইনসহ সকল সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন,ড়ৃ হাজীগঞ্জ মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদ, পৌরসভার প্যানেল মেয়র-২ আজাদ মজুমদার, সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, ব্যাংক এশিয়ার ম্যানেজার সঞ্জয় দাস প্রমূখ।
এসময় গণমাধ্যম কর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মেলায় সরকারি বিভিন্ন দপ্তর ও সরকারি-বেসরকারি ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।