ফরিদগঞ্জ প্রতিনিধি :
ফরিদগঞ্জের জনপ্রিয় নেতা এম.এ হান্নান দলীয় কর্মীর দুর্ঘটনার কথা শুনে তাকে দেখতে ছুটে যান হাসপাতালে। হাসপাতালে নিজের বিছানায় প্রিয় নেতাকে হঠাৎ দেখে খুশি হয়ে যান আহত যুবদল নেতা মো. শহিদুল।
২০ মে দুপুরে হঠাৎ করেই হাসপাতালে উপস্থিত হন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির প্রধান সমন্বয়কারী ও সাবেক সভাপতি আলহাজ¦ এম.এ হান্নান। এ সময় তিনি শহিদুলের খোঁজ খবর নেন এবং দুর্ঘটনায় সববেদনা জানান।
উপজেলা যুবদলের সদস্য সচিব আবদুল মতিন এ প্রতিনিধিকে জানান, গত ১৪ মে ফরিদগঞ্জ উপজেলা যুবদল নেতা মো. শহিদুল ফরিদগঞ্জ হয়ে চাঁদপুর যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত হন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করানো নয়।