মতলব উত্তর ব্যুরো :
মতলব উত্তর উপজেলার মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পে আগামী ২৬ মে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। মেঘনা-ধনাগোদা পওর বিভাগ, পাউবো, চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার বিষয়টি নিশ্চিত করেন।
উচ্ছেদ অভিযানের বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, সকলের অবগিতর উল্লেখ করে আগামী ২৬ মে বৃহস্পতিবার জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, সেচ খাল ও নদী তীর প্রতিরক্ষা কাজ সংলগ্ন অবৈধ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন ভূমি হতে অবৈধ হবে।
স্থাপনা উচ্ছেদ করা হবে। উক্ত উচ্ছেদ কার্যক্রম পরিচালনার পূর্বে অবৈধ স্থাপনা, বালু ও ইটসহ অন্যান্য মালামাল নিজ দায়িত্বে অপসারণের জন্যস্ব স্ব মালিকদের অনুরোধ করাহয়। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক স্থাপনা উচ্ছেদসহ মালামাল নিলামের ব্যবস্থা করা।