নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার বক্তাবলি ইউনিয়নের রাজাপুর নামক স্থানে ইটপ্রস্তত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
রবিবার (৩ ফেব্রুয়ারি) ২টি ইটভাটা অবৈধভাবে পরিচালনা করায় প্রায় ৩০ হাজার ইট বিনষ্ট করা করা হয় এবং ভাটার কার্যক্রম বন্ধ করা হয়।
নবীন ব্রিক ফিল্ডকে ৩০ হাজার ইট গুড়িয়ে দেয়া হয়েছে।
জেবিসি ব্রিকসকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
একই সাথে ১টি প্রতিষ্ঠানকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ১৫ ধারায় ২ লক্ষ টাকা অর্থদন্ড আরোপ করে আদায় করা হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃষ. মোনাব্বর হোসেন এ অভিযান পরিচালনা করেন।
মোবাইল কোর্ট পরিচালনা কালে উপস্থিত ছিলেন জেলা পুলিশ, নারায়ণগঞ্জ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ এর কর্মকর্তাবৃন্দ।