নিজস্ব প্রতিবেদক:
হাজীগঞ্জে হামলা চালিয়ে জোরপূর্বক বিভিন্ন ইউনিটের গাছ কর্তনের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকদের বিরুদ্ধে। এ ঘটনা আহতদের পক্ষ থেকে হাজীগঞ্জ থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনাটি গত (১৮ মে) উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়নের তারাপাল্লা গ্রামে ঘটেছে।
জানা যায়, তারাপাল্লা গ্রামের মিয়া বাড়ির ফারুক গংদের সাথে একই এলাকার রুস্তম গংদের সম্পত্তি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। প্রতিপক্ষ রুস্তম গং বিভিন্ন সময় ফারুক গংদের সম্পত্তির উপরে থাাকায় বিভিন্ন প্রজাতির গাছ এবং সম্পত্তি দখলের চেষ্টা করে। ঘটনার দিন তারা সম্পত্তি দখলে ব্যর্থ হয়ে জোরপূর্বক গাছ কর্তন করে। গাছ কর্তনে বাঁধা দিতে গিয়ে রুস্তম গংদের অতর্কিত হামলার শিকার হন ফারুক গং। পরে আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
ঘটনার দিন ফারুক মিয়া বাদী হয়ে বেশ কয়েকজনকে অভিযুক্ত করে হাজীগঞ্জ থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের আলোকে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আল আমিন ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা নিশ্চিত হয়েছেন।
এ বিষয়ে ফারুক মিয়া বলেন, বিরোধকৃত সম্পত্তি নিয়ে সমাধানের লক্ষে এলাকায় কয়েকবার শালিসি বৈঠক হয়। বৈঠকে রুস্তম গং সঠিক কাগজপত্র দেখাতে না পারায় সমাধান হয়নি।
থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আল আমিন বলেন, অভিযোগের আলোকে ঘটনাস্থলে গিয়েছি। সে সাথে হামলা এবং গাছ কাটার সত্যতা পেয়েছি ও গাছ কাটা বন্ধ করে দিয়ে এসেছি। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।