মতলব উত্তর উপজেলার নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) বিকালে স্কুল প্রাঙ্গণে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মাহমুদা কুলসুম মনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম। নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, চরপাথালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দলিল উদ্দিন, নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান মোঃ শাহআলম, উপজেলা বিএনপি নেতা আমির হোসেন আমু সহ নাউরী গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষাথীরা। আলোচনা শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন , অত্যান্ত সুন্দর ও জাকজমপূর্ণ ভাবে নাউরী স্কুলের অনুষ্ঠান সম্পন্ন হল। এজন্য আমি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। আজকে নাউরী স্কুলের শিক্ষা অনেক ভালো পারফরমেন্স দেখলাম। এই পারমেন্স ভবিষ্যতে বজায় রাখতে হবে। তিনি আরো বলেন, শুধু খেলাধুলাই নয়, লেখাপড়া ও ফলাফলের দিক দিয়েও যাতে ভাল পারফরমেন্স হয় সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। আজকের শিক্ষার্থীরা যদি মানবিক মানুষ হয়ে উঠতে পারে তাহলে তারাই আগামী দিনে দেশের হাল ধরতে পারবে। তাই সকল শিক্ষক ও অভিভাবকগণ শিক্ষার বিষয়ে সচেতন থাকবেন।