ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সারা দেশের ন্যায় চাঁদপুরের মতলব উত্তরে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের অংশ হিসেবে নতুন ভোটারদের ছবি তোলার কার্যক্রম শুরু করা হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসের তত্ত্বাবধানে উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নে নতুন ভোটারদের ছবি তোলা হয়। উপজেলার ১৪ ইউনিয়ন ও ১টি পৌরসভায় এ কার্যক্রম চলবে আগামী ২২ ফেব্রুয়ারী পর্যন্ত।
সরেজমিনে দেখা যায়, শুক্রবার সকাল ৮টা থেকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের ছবি তোলার কাজ শুরু হয়েছে। ভোটার হওয়ার জন্য সবাই সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে সবাই ছবি তোলাসহ ভোটার হওয়ার জন্য যাবতীয় কাজ সম্পন্ন করছেন। নতুন ভোটাররা ভোটার হতে পেরে তারা খুশী এবং তারা সরকারকে ধন্যবাদ জানান।
ছকি তুলতে আসা নতুন ভোটার তাশফিক সামির আখন্দ সাংবাদিকদের জানান, নতুন ভোটার হতে পেরে আমি খুবই উচ্ছ্বসিত। ভোট আমাদের অধিকার। নিজের অধিকার নিজে প্রয়োগ করার অনুভূতিটা অন্যরকম। সবার উচিৎ ভোটার হয়ে ভোটাধিকার প্রয়োগ করা। পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে রাষ্ট্রগঠনে অংশীদার হওয়া।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আবু তাহের বলেন, ৩ জানুয়ারি থেকে হালনাগাদের কাজ শুরু হয়েছে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদ ছবি তোলার কার্যক্রম চলবে। ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে যদের জন্ম তারা এবার ভোটার হতে পারবে।
ছবি তুলতে আসা নতুন ভোটারের মা ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন সাংবাদিকদের বলেন, ছবি তুলতে আসা নতুন ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এবার যারা নতুন ভোটার হচ্ছে তারা নির্ভয়ে শান্তিপূর্ণভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে।
এ কর্মসূচিতে ভোটার তালিকা থেকে মৃত ভোটারের নাম কেটে দেয়া হবে এবং আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার এলাকা স্থানান্তরের বিষয়েও কার্যক্রম চলবে।