মোঃ জামাল হোসেনঃ চাঁদপুরের শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগ, উন্নয়ন সমন্বয় কমিটি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান – ২০২২ অনুষ্ঠিত হয়েছে। ২১ মে শনিবার দুপুরে মেহার উচ্চ বিদ্যালয় মাঠে এ ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহান মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি, মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, ৯০-৯১ অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা, সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী, শাহরাস্তি-হাজীগঞ্জের উন্নয়নের রুপকার মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তম এমপি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেপালী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ন রশীদ, পৌর মেয়র মেয়র হাজী আবদুল লতিফ, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মান্নান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সুচীপাড়া উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল মজুমদার, সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান বি এস সি, সাবেক উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাঃ খোরশেদ আলম, উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক, এ্যাড. ইলিয়াস মিন্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, উপজেলা যুবলীগ আহ্বায়ক আহসান মজ্ঞুরুল ইসলাম জুয়েল, যুগ্ম আহবায়ক ও টামটা উওর ইউপি চেয়ারম্যান মোঃ ওমর ফারুক দর্জি, যুগ্ম আহবায়ক মাহফুজুল কবির প্রমুখ। সভায় ,শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ,হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।