চাঁদপুর শহরে সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন ও উন্নত চিকিৎসা সুবিধাসমৃদ্ধ ‘বেস্ট ওয়ান ডায়াগনস্টিক’ উদ্বোধন করা হয়েছে। শহরের হাজী মহসিন রোডে, গাজী বোর্ডিং-এর বিপরীতে অবস্থিত এই প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) পবিত্র কুরআন তেলাওয়াত, দোয়া ও মোনাজাতের মাধ্যমে বেস্ট ওয়ান ডায়াগনস্টিক-এর উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদপুরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, চিকিৎসক, ব্যবসায়ী, আইনজীবী, সমাজসেবক এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন BPHCDOA চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জি এম শাহিন। বিশেষ অতিথি ছিলেন নোভা এইড ডায়াগনস্টিক সেন্টারের প্রতিষ্ঠাতা মোস্তাক আহম্মেদ। এছাড়া চাঁদপুরের অন্যান্য ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকগণ এবং বিভিন্ন পেশাজীবী ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বেস্ট ওয়ান ডায়াগনস্টিকের চেয়ারম্যান ফিরোজ উদ্দিন পাটোয়ারী, এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও মানবিক কর্মী এন কে সুমন পাটোয়ারী।
বেস্ট ওয়ান ডায়াগনস্টিক রোগীদের জন্য আধুনিক ও উন্নত মানের চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এখানে রক্ত পরীক্ষা, এক্স-রে, আল্ট্রাসনোগ্রাফি, ইসিজি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ডায়াগনস্টিক সুবিধা পাওয়া যাবে। অত্যাধুনিক প্রযুক্তি ও দক্ষ কর্মী দ্বারা পরিচালিত এই প্রতিষ্ঠানটি রোগীদের সর্বোচ্চ সেবা প্রদানে সচেষ্ট থাকবে।
শুধুমাত্র বাণিজ্যিক উদ্দেশ্য নয়, বরং সমাজসেবামূলক কাজেও অগ্রণী ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে কাজ করবে বেস্ট ওয়ান ডায়াগনস্টিক। প্রতিষ্ঠানটি নিয়মিত বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্প পরিচালনা করবে, যেখানে দরিদ্র ও অসহায় মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন।
ব্যবস্থাপনা পরিচালক এন কে সুমন পাটোয়ারী বলেন, পথে পড়ে থাকা অসহায়, মানসিক ভারসাম্যহীন, গৃহহীন ও স্মৃতিহীন মানুষদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবে বেস্ট ওয়ান ডায়াগনস্টিক। এছাড়া, চাঁদপুর তথা দেশের যেকোনো স্থানের কোরআনের হাফেজদের জন্য চিকিৎসা সেবায় বিশেষ ছাড় (৫০% ডিসকাউন্ট) দেওয়া হবে।
চাঁদপুরবাসীর সুবিধার্থে বেস্ট ওয়ান ডায়াগনস্টিক ২৪ ঘণ্টা সেবা প্রদান করবে। রোগীরা যেকোনো সময় প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন।
বেস্ট ওয়ান ডায়াগনস্টিকের উদ্বোধন চাঁদপুরের স্বাস্থ্যসেবা খাতে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। আধুনিক প্রযুক্তি ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে এটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।