শিশুদের সাংস্কৃতিক বান্ধব পরিবেশে রাখতে হবে ..উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া
তারুণ্যের জোয়ারে ভাসছে দেশ, দিন বদলের বাংলাদেশ। দেশ বদলের স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলার তরুণরা। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই স্লোগানকে সামনে রেখে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন মাসব্যাপী অনুষ্ঠান আয়োজন করে। মাস ব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি টানা হয় সাংস্কৃতিক ও পুরস্কার প্রদান অনুষ্ঠানের মধ্যদিয়ে। মাস ব্যাপী আয়োজনে পুরো উপজেলা জুড়ে ছিলো খেলাধুলা, সাহিত্য- সাংস্কৃতিক প্রতিযোগিতা, সেমিনার ও কর্মশালা।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি ২০২৫) রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অনুভূতি প্রকাশ করতে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া বলেন, ‘তারুণ্যের এই জোয়ার বাংলাদেশকে বিশ্ব দরবারে নতুন করে তুলে ধরবে। তারুণ্যের হাত ধরে দেশ পরিবর্তন হবে।’ এসময় তিনি লেখক ফোরাম’র সাংস্কৃতিক পরিবেশনায় মুগ্ধতা প্রকাশ করে বলেন,‘লেখক ফোরাম চমৎকার আয়োজন করেছে। ছোট ছোট ছেলে মেয়েদের আবৃত্তি, গান এবং নৃত্য ছিলো অসাধারণ। বিশেষ করে কোরাস আবৃত্তিটি ছিলো অসাধারণ। সুন্দর ভবিষ্যৎ বির্নিমানে শিশুদের নিয়ে কাজ করতে হবে। আজকের শিশু আগামীতে দেশের নেতৃত্ব দিবে, দেশ গড়তে ভূমিকা রাখবে। অতএব শিশুদের সাংস্কৃতিক বান্ধব পরিবেশে রাখতে হবে।’
সাংস্কৃতিক অনুষ্ঠানে ফরিদগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ ও লেখক ফোরাম’র সাধারণ সম্পাদক তারেক রহমান তারু’র যৌথ সঞ্চালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন শত শত মানুষ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আর.এম জাহিদ হাসান, উপজেলা প্রাণী কর্মকর্তা ডা. সুমন ভৌমিক, উপজেলা প্রকৌশলী আবরার আহমেদ, কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার, তারুণ্য উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব যুব কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.মোহাম্মদ আলী জিন্না, একাডেমিক সুপার ভাইজার আবদুল্লাহ আল মামুন, সহকারী শিক্ষা অফিসার আফতাব আহমেদ ও ওয়ালি উল্লাহ প্রমুখ।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে রচনা, আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠান পরিচালনা করেন একাডেমি সুপার ভাইজার আবদুল্লাহ আল মামুন।