মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||
জেলার শ্রেষ্ঠ কানুনগো নির্বাচিত হয়েছেন, হাজীগঞ্জ উপজেলা ভূমি অফিসের কানুনগো মোহাম্মদ লোকমান হোসেন। ভূমি সেবা সপ্তাহ- ২০২২ইং উপলক্ষে রোববার জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের হাত থেকে তিনি শ্রেষ্ঠ কানুনগো হিসাবে সম্মামনা ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করেন।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকারের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) দাউদ হোসেন চৌধুরী, হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিক সহ জেলা প্রশাসনের অন্যান্যা কর্মকর্তা উপস্থিত ছিলেন।