হাজীগঞ্জ পৌরসভাধীন আলীগঞ্জ সোনালী ব্যাংকের (ট্রেজারী শাখা) বিদায়ী ও নবাগত শাখা ব্যবস্থাপকদের বিদায়-বরণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) সন্ধ্যায় ব্যাংকে আয়োজিত অনুষ্ঠানে নবাগত শাখা ব্যবস্থাপক ও প্রিন্সিপাল অফিসার মো. আব্দুল্লাহ মিয়াকে স্বাগত জানান, বিদায়ী শাখা ব্যবস্থাপক ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার এইচ.এম আমিনুল ইসলাম।
এসময় বিদায়ী ব্যবস্থাপক এইচ.এম আমিনুল ইসলামকে শ্রদ্ধার সাথে স্মরণ ও অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন নবাগত শাখা ব্যবস্থাপক মো. আব্দুল্লাহ মিয়া, সিনিয়র অফিসার মো. আজিজুর রহমান, সিনিয়র অফিসার (ক্যাশ) মো. জসিম উদ্দিন, সিনিয়র অফিসার সুদীপ চন্দ্র দাস, অফিসার মো. ফজলে রাব্বী, অফিসার (আইটি) মো. সাহাব উদ্দিন খাঁন ও অফিসার সুদীপ্ত চক্রবর্তী প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে নবাগত শাখা ব্যবস্থাপক মো. আব্দুল্লাহ মিয়া তাঁর দায়িত্ব পালনে এবং সর্বোচ্চ গ্রাহক সেবা নিশ্চিতকরণে ব্যাংকে কর্মরত অফিসারসহ গ্রাহকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, বিদায়ী শাখা ব্যবস্থাপক ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার এইচ.এম আমিনুল ইসলাম সোনালী ব্যাংকের চাঁদপুর প্রিন্সিপাল শাখায় বদলী হয়েছেন এবং নবাগত শাখা ব্যবস্থাপক ও প্রিন্সিপাল অফিসার মো. আব্দুল্লাহ মিয়া শাহরাস্তী উপজেলার কালিয়াপাড়া শাখা হতে অত্র শাখায় বদলী হয়ে এসেছেন।