মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||
হাজীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। রোববার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলামের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও গ্রাহক সেবার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।
র্যালীটি উপজেলা ভূমি অফিস থেকে বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের আলীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভাস্থলে এসে শেষ হয়।
এরপর শান্তির প্রতিক কবুতর উড়িয়ে ও ফিতা কেটে উদ্বোধনী অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
‘ভূমি অফিসে না এসে ভূমি সেবা গ্রহন করুন’ এই প্রতিপাদ্যে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিকের সার্বিক ব্যবস্থাপনায় ও সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কানুনগো মোহাম্মদ লোকমান হোসেনের উপস্থাপনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে গত ১৯ মে (বৃহস্পতিবার) ভূমি সেবা দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়। চলবে ২৩ মে (সোমবার) পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে সার্ভেযার কাজল মিয়া, প্রধান সহকারী শ্যামলী রানী শীল, নাজির ইব্রাহিম খলিলসহ ভূমি অফিসের অন্যসকল কর্মকর্তা ও সেবাগ্রহিতারা উপস্থিত ছিলেন।