Header Border

ঢাকা, শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)
শিরোনাম
গডফাদার আজ কোথায়, নারায়ণগঞ্জে নেই কেন: জামায়াত আমির সিদ্ধিরগঞ্জে গাজী মনির হোসেনের নেতৃত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগদান  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নি*হ*ত ১, আহত‌ ৪ কচুয়া-সাচার সড়কে ডাকাতির চেস্টাকালে পিকআপের চাকায় পিষ্ট হয়ে ডাকাতের মৃ*ত্যু নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতাকে গু*লি করে হ*ত্যা হাজীগঞ্জে ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ফরিদগঞ্জে গোবিন্দপুর উত্তর ইউনিয়ন যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ফরিদগঞ্জ থানা’র বেস্ট অফিসার হলেন এসআই /মো: মাহবুবুল ইসলাম কোলে শিশু সন্তান নিয়ে স্বামীর অধিকারের দাবীতে স্ত্রীর অনশন ফরাজীকান্দিতে যুবদল নেতা ছিদ্দিকুর রহমানের পিতার ইন্তেকাল ॥ দাফন সম্পন্ন

হাজীগঞ্জে হকারদের দখলে ফুটপাত, বাধ্য হয়ে মুল সড়কে হাটছে পথচারী | Rknews71

শাখাওয়াত হোসেন শামীম, হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা:

চাঁদপুরের হাজীগঞ্জে সড়কে হকার সমস্যার সমাধান যেন কোনভাবেই হচ্ছে না। পুলিশ প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে বার বার হকার উচ্ছেদে নানা পদক্ষেপ নেওয়া হলেও হকাররা ফুটপাত দখল করেই আছেন। এতে ভোগান্তি পোহাচ্ছেন পথচারীরা।

 

রবিবার  (২২ মে ) বিকালে পর সরেজমিনে শহরের বড় মসজিদ গেইট এলাকা ঘুরে নিত্যদিনকার চিত্রই দেখা গেছে।

সড়কের পাশে পথচারীদের চলাচলের জন্য বরাদ্ধ ফুটপাত পুরোটাই দখল করে দোকানের পসরা সাজিয়ে বসে আছেন হকাররা।

অস্থায়ী এসব দোকান বসিয়ে ফুটপাতে একেবারেই পথচারী চলাচলের পথ বন্ধ করে রেখেছেন তারা। ফলে বাধ্য হয়েই পথচারীরা সড়কে নেমে চলাচল করছেন।

সড়কে যানবাহন চলাচল করলেও জীবনের ঝুঁকি নিয়ে এ সড়কে চলাচল করতে হচ্ছে পথচারীদের। এ অবস্থা এখন নিয়মিতই হয় বলে জানান পথচারীরা।

হকারদের জন্য হাজীগঞ্জ পৌর হকার্স মার্কেট  করা হয়েছে  তাদেরকে ঐ মার্কেটে বসতে বলে ফুটপাত ছেড়ে দিতে বহুবার অনুরোধ করা হলেও তারা শোনেননি।

অসংখ্যবার হাজীগঞ্জ পৌরসভা  ও থানা পুলিশের পক্ষ থেকে হকারদের উচ্ছেদ করা হয়।

এছাড়া অনেকবার তাদের ফুটপাতে বসতে নিষেধ করে মাইকিংও করা হয়েছে। কয়েকবার তাদের মালামালসহ দোকান উচ্ছেদ করে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তাতেও কাজ হয়নি।

পথচারী মফিজুল ইসলাম চৌধুরী বলেন, এভাবে ফুটপাত দখল কোনো সভ্য সমাজে দেখা যায় না। আমরা পরিবার পরিজন বাচ্চাদের নিয়ে সড়ক দিয়ে হেঁটে যাচ্ছি আর তারা আমাদের চলাচলের ফুটপাতে দোকান সাজিয়ে বসে আছে। সড়কে চলাচলের কারণে অনেক সময় সড়ক দুর্ঘটনার শিকার হতে হয় আমাদের।

সড়ক দিয়ে চলাচল করতে থাকা ষাটোর্ধ্ব সাজেদা বেগম বলেন, আমি এই বয়সে সড়ক দিয়ে কষ্ট করে যাচ্ছি। অথচ এত সুন্দর করে হাজীগঞ্জ পৌরসভার মেয়র লিপন পথচারীদের চলাচলের জন্য তৈরি করা ফুটপাত এখন হকারদের দখলে, তাদের  জন্য ফুটপাতে চলাচল করা যায় না। এ সমস্যার সমাধান দ্রুত করা উচিত।

আরো পড়ুন  হাজীগঞ্জে ছালেহ্ আবাদ এম.এন ফাযিল ডিগ্রি মাদ্রাসার নব-নির্মিত ভবনের উদ্বোধন | Rknews71

ফুটপাতের দোকানি সোহাগ হোসেন  জানান, আমাদের বিকল্প কোনো স্থান না দিয়েই উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে। আমাদের তো পরিবার আছে, রোজগার করতে হয়। ব্যবসা বন্ধ করে দিলে খাবো কী, চলবো কিভাবে। আমরা ভালো নেই, অনেক প্রতিকূলতায় আমরা টিকে আছি।

নাম প্রকাশে অনিচ্ছুক  দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ সদস্য বলেন, ‘ফুটপাত দখল হলে পথচারীরা মূল সড়ক দিয়ে চলে। ফলে স্বাভাবিকভাবে যানবাহন চলতে পারে না। ফলে রাস্তায় চাপ বাড়ে যানজট সৃষ্টি হয়।’ তিনি বলেন, ফুটপাত দখলমুক্ত করার দায়িত্ব হাজীগঞ্জ পৌরসভার , এটা তাদের দেখার বিষয়। এখানে তাদের কিছু করার নেই।

এই বিষয়ে হাজীগঞ্জ পৌরসভার বাজার পরিদর্শক সাফিউল বাসার রুজমন জানান, হকারদের পুনর্বাসনের জন্য হাজীগঞ্জ পৌরসভা পৌর হকার্স মার্কেট নির্মাণ করা হয়েছে। তাদের দোকান বরাদ্দ দিলেও তারা দোকানপাট বিক্রি করে পুনরায় ফুটপাতে এসে ব্যবসা করছে। হাজীগঞ্জ পৌরসভার মেয়র আঃসঃমঃ মাহবুব উল আলম লিপন  মহোদয়ের নির্দেশে আমরা ফুটপাত দখলমুক্ত করতে ধারাবাহিকভাবে অভিযান অব্যাহত রেখেছি। ইতোমধ্যেই যারা ফুটপাত দখল করছেন তাদের নোটিশ দেয়া হয়েছে সেই মোতাবেক দখল মুক্ত করা হচ্ছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

কোলে শিশু সন্তান নিয়ে স্বামীর অধিকারের দাবীতে স্ত্রীর অনশন
হাজীগঞ্জে নতুন ইউএনও’র যোগদান
মতলব উত্তরে সওদাগর বাড়ীর উদ্যোগে পবিত্র ওরশ শরীফ পালিত
সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দল নেতা শরিফ হোসেনের নেতৃত্বে অনুষ্ঠানে যোগদান
কচুয়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের পাশে কম্বল নিয়ে ইউএনও হেলাল চৌধুরী
হাজীগঞ্জে বিএনপির সদস্য নবায়ন কর্মসূচীর উদ্বোধন করলেন ইঞ্জি. মমিনুল হক

আরও খবর

error: Content is protected !!