শাখাওয়াত হোসেন শামীম :
হাজীগঞ্জ ৮ নং হাটিলা পূর্ব ইউনিয়ন পরিষদে ভিজিডি কার্ডের চাল বিতরন করা হয়েছে। ২৩ মে সোমবার দুপুরে এ চাল বিতরন করেন ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার । ইউনিয়নের ১০ টি গ্রামের ১৩৮ জন কার্ড ধারী হতদরিদ্রদের মাঝে মাথাপিছু ৩০ কেজি করে চাল দেয়া হয়। এ বিষয়ে ৮ নং হাটিলা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ইউনিয়নের ১৩৮ জন কার্ড ধারী হত দরিদ্র জনগণকে এমন সুবিধা সেবা দিতে পেরে আনন্দ লাগছে।
এসময় উপস্থিত ছিলেন,হাজীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও দায়িত্ব প্রাপ্ত ট্যাগ অফিসার সৈয়দ ফেরদৌস আহমেদ, ইউপি সচিব আবুল বাসার মুন্সী, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ জহির হোসেন প্রধানিয়া, ৭ নং ওয়ার্ড মেম্বার আলগির হোসেন সোহেল, ৫ নং ওয়ার্ড মেম্বার খোরশেদ আলম প্রমুখ। আরো উপস্থিত ছিলেন,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।