চাঁদপুরের হাজীগঞ্জে অনুমোদন না থাকায় এবং অবৈধতার অভিযোগে চারটি ইটভাটার ভেঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উপজেলার সাহিদুজ্জামান ব্রিকস, দেলোয়ার ব্রিকস, আতিক শাহ ব্রিকস এবং আব্দুল গনি ব্রিকস ভেঙ্গে বন্ধ করে দেওয়া হয়।
প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, যৌথবাহিনী ও ফায়ার সার্ভিসের সহযোগীতায় রোববার (১৭ মার্চ) বিকালে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।
জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। এর ধারাবাহিকতায় রোববার দুপুর থেকে বিকাল পর্যন্ত পরিবেশ অধিপ্তরের সহায়তায় লাইসেন্স বিহীন পরিচালিত ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
এসময় লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় সাহিদুজ্জামান ব্রিকস, দেলোয়ার ব্রিকস, আতিক শাহ ব্রিকস এবং আব্দুল গনি ব্রিকস ভেঙ্গে বন্ধ করে দেওয়া হয়। উচ্চ আদালতের নির্দেশে চাঁদপুর জেলায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।