মতলব উত্তর ব্যুরো :
মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন, পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড সুফীজ প্রেসিডেন্ট, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, শাহসূফী সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভান্ডারী (মাজিআ) বলেছেন, কোরআন সুন্নাহ আলোকে তাসাউফ ভিত্তিক জীবন গড়ে তুলতে হবে।
তিনি বলেন, শরীয়ত বাদ দিয়ে তরিকত চলে না। নবীর প্রতি দুরূদ পেশ করতে হবে। আল্লাহর জিকির ও নবীর জিকির বন্ধ হবে না। হাশরের ময়দানে ও নবীর জিকির থাকবে। নবীর প্রতি মহব্বত থাকতে হবে।
তিনি আরো বলেন, মাইজভান্ডার দরবার হলো আহলে বাইতের দরবার। নিয়ম মেনে সেমা মাহফিল করতে হবে।
২৩ মে রাতে মতলব উত্তরের বাগানবাড়ি ইউনিয়নের মান্দারতলি খলিফা মোঃ সিদ্দিকুর রহমান মেম্বারের বাড়িতে বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন শরীয়ত বাদ দিয়ে সেমা মাহফিল করা যাবে না।
অতিথি ও আলোচক ছিলেন আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়ার প্রচার সম্পাদক মাওলানা রুহুল আমিন ভূঁইয়া চাঁদপুরী, মইনীয়া যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খলিফা শাহ মো. কামরুজ্জামান হারুন, মাও. মনসুর আলী, মাও. আব্দুস সামাদ, মাও. সালা উদ্দিন, খলিফা শাহ মো. আবদুর রশিদ মিয়াজী, খলিফা শাহ মো. আলমগীর হোসেন, খলিফা শাহ মো. আবদুর রহমান, খলিফা শাহ মো. আব্দুল আউয়াল প্রমুখ।