Header Border

ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
শিরোনাম
দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন হাসিনা, ঘুরতে দেখা গেছে পার্কে হাজীগঞ্জে তিন সরকারি কর্মকর্তার বিদায় সংবর্ধনা, ওসিকে বরণ শাহরাস্তিতে চুরি হওয়া ১৪টি গরু নাঙ্গলকোটের বাঙ্গডা বাজার থেকে উদ্ধার হাজীগঞ্জে বন্যার্তদের পাশে জনস্বাস্থ্য অধিদপ্তর হাজীগঞ্জ পৌর ৮নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিতি সভা অনুষ্ঠিত সেচ্ছাসেবী সংগঠন বাতিঘর মানব কল্যাণ সংস্থার বৃক্ষ রোপণ কর্মসূচি হাজীগঞ্জের ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, অপসারণের দাবি হাজীগঞ্জ থানায় নতুন ওসি যোগদান রায়চোঁ বাজার ব্যবসায় সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত  হাজীগঞ্জে ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয় শিক্ষকদের লাঞ্চিত করে শিক্ষার্থীদের মিছিল

সরকারি চাকুরী সেই ভাব নিয়ে বসে থাকার দিন শেষ : ডা. মো. শহীদুল ইসলাম শোভন | Rknews71

মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ কর্মসূচীর (এনসিডিসি) প্রোগ্রাম ম্যানেজার ডা. মো. শহীদুল ইসলাম শোভন। মঙ্গলবার সকালে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সরেজমিন পরিদর্শন করেন। এসময় তিনি চিকিৎসক, নার্স, কর্মচারী ও সেবাগ্রহীতাদের সাথে কথা বলেন।
এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি সংশ্লিষ্টদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি বলেন, নানাবিধ প্রতিকূলতা এবং অপ্রতুলতা সত্ত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাস্থ্যখাতে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। যা বিশ্বব্যাপী প্রশংসনীয় সফলতা অর্জন করেছে।
তিনি বলেন, একসময় অবকাঠামোগত উন্নয়ন ও চিকিৎসা সরঞ্জামাদি-তো দুরের কথা, ছিলনা প্রয়োজনীয় চিকিৎসক ও ঔষধ। অথচ আজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবকাঠামোগত উন্নয়ন, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামাদী ও বিনামূল্যে ঔষধ প্রদান, পর্যাপ্ত চিকিৎসক ও নার্স নিয়োগসহ সবধরনের সুযোগ-সুবিধা বিদ্যমান।
তিনি আরো বলেন, সরকার আগামি দিনে রোগিদের বিনামূল্যে ইনসুলিন ও ইনহেলার এবং হাসপাতালে অটোপ্রেসার মেশিন প্রদানসহ আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ ও অস্বচ্ছল রোগিদের দামী ঔষধ বিনামূল্যে প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে। যা ধারাবাহিকভাবে বাস্তবায়িত হবে। ইতিমধ্যেও বেশ কিছু দামী ঔষুধ প্রদান করা হচ্ছে।
চিকিৎসকদের উদ্দেশ্যে ডা. মো. শহীদুল ইসলাম শোভন বলেন, সরকারি চাকরি হয়েছে, আপনি সরকারি ভাব নিয়ে বসে থাকবেন। সেই দিন আর নেই। আপনাকে আন্তরিকতার সাথে সেবা দিতে হবে। রোগি আপনার কাছে আসবেনা, আপনাকে রোগির কাছে যেতে হবে এবং স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌছে দিতে হবে।
তিনি আরো বলেন, আগামি দিনে থাকছে না এসিআর (বার্ষিক গোপনীয় অনুবেদন)। এর পরিবর্তে আসছে কর্মভিত্তিক নতুন অনলাইন মূল্যায়ন ব্যবস্থা এপিএআর (অ্যানুয়াল পারফরমেন্স অ্যাপ্রাইজাল রিপোর্ট-বার্ষিক কর্মকৃতি মূল্যায়ন প্রতিবেদন)। সুতরাং পদোন্নতি বা পদায়ন পেতে হলে আমাদের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম মাওলা নঈমের সভাপতিত্বে এ সময় কর্মরত চিকিৎসকদের মধ্যে বক্তব্য রাখেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. জামাল উদ্দিন, কার্ডিওলজি কনসালটেন্ট ডা. মোহাম্মদ নাজমুল হক, মেডিকেল অফিসার ডা. আবু ইউসুফ মো. যোবায়ের।

মেডিকেল অফিসার ডা. ওমর ফারুকের উপস্থাপনায় মতবিনিময় সভায় নার্সদের মধ্যে বক্তব্য রাখেন, নার্সিং সুপারভাইজার পুতুল মজুমদার ও সিনিয়র ষ্টাফ নার্স ফাতেমা আক্তার প্রমুখ। এ সময় হাসপাতালের অন্যান্য চিকিৎসক, নাস ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন  ঝড়ে গাছ পড়ে অটোরিকশার যাত্রী নিহত, আহত ২

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

হাজীগঞ্জ থানায় নতুন ওসি যোগদান
শাহরাস্তিতে ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত
সড়কে নৈরাজ্য বোগদাদ পরিবহনের যাত্রাকলে অতিষ্ঠ যাত্রীরা বৈষম্যের শিকার আইদি পরিবহন
হাজীগঞ্জ পৌরসভায় উদযাপিত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ)
হত্যা মামলায় আসামিদের প্রাথমিক তদন্তে সম্পৃক্ততা পাওয়া না গেলে নাম প্রত্যাহার করা হবে
মতলব উত্তরে নিবন্ধিত জেলেদের মাঝে গরু বিতরণ

আরও খবর

error: Content is protected !!