মোঃ জামাল হোসেনঃ
চাঁদপুরের শাহরাস্তিতে সূচিপাড়া উত্তর ইউনিয়ন যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। ২৪ মে মঙ্গলবার বিকেলে সূচিপাড়া দিঘীরপাড় এলাকায় এ দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়। সম্মেলনে প্রত্যেক ওয়ার্ডের যুবদলের নেতৃবৃন্দর গণতান্ত্রিক প্রক্রিয়া মাধ্যমে উৎসবমুখর পরিবেশে নেতা নির্বাচিত করেন।
সূচীপাড়া উত্তর ইউনিয়ন যুবদলের আহবায়ক মহিউদ্দিন বাহারের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক মোঃ মনির হোসেন ব্যাপারির সঞ্চালনায় উদ্বোধক ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আলী আজগর মিয়াজী,
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সূচিপাড়া উত্তর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলী আকবর ব্যাপারী,
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আলী হায়দার মজুমদার, উপজেলা যুবদলের সিঃ যুগ্ন আহবায়ক এডভোকেট শাহেদুল হক মজুমদার সোহেল, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক এডভোকেট বদরুদ্দোজা ফারুক, ইউনিয়ন বিএনপি’র
সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ ভূঁইয়া,
প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব এহেতেশামুল গনি, বিশেষ বক্তা চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সদস্য মাহবুব আলম সেলিম, পৌর যুবদলের সদস্য সচিব আব্দুল কাইয়ুম রিপন,
উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সিঃ যুগ্ন আহবায়ক নূর মোহাম্মদ বাবু,
সূচীপাড়া উত্তর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ ফরহাদ পাটোয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আবুল হায়দার,
উপজেলা ছাত্রদলের সিঃ যুগ্ন আহবায়ক মোঃ আফজাল হোসেন, সদস্য সচিব আজগর হোসেন মিয়াজীসহ অন্যান্য নেতৃবৃন্দ। সম্মেলনে
সূচিপাড়া উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি নির্বাচিত হন মহিউদ্দিন বাহার, সিঃ সহ-সভাপতি নূর মোহাম্মদ বাবু, সাধারণ সম্পাদক ফাহাদ পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ তুহিন ও সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেন । সম্মেলনে বক্তারা বলেন দলকে সুসংগঠিত করতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।