মতলব উত্তর ব্যুরো :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পশ্চিম ইসলামাবাদ গ্রামের কৃতি সন্তান পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য হয়েছেন। মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে এ পদে যুক্ত করেন। মন্ত্রীর ভাতিজা ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সরকার মুকুল এ তথ্য নিশ্চিত করেছেন।
মতলব উত্তর উপজেলার কৃতি সন্তান, যিনি ইতিমধ্যেই এই মতলবের উন্নয়নের জন্য নিরলসভাবে পরিশ্রম করে চলেছেন, যার পরিশ্রমের ফসল মতলব উত্তর দক্ষিনের সংযোগ সেতু, নির্লোভ, নিরহংকার মানুষ হিসাবে দেশব্যাপী সুখ্যাতি অর্জনকারী একুশে পদকপ্রাপ্ত বরেন্য কৃষি অর্থনীতিবিদ হিসেবে আখ্যায়িত তিনি। তার সদস্য হওয়ার খবরে বৃহত্তর মতলব তথা চাঁদপুরে নেতাকর্মীদের মাঝে আনন্দ ছড়িয়ে পড়ে। নিঃসন্দেহে এই বিজ্ঞ এবং সত্য প্রিয় সাহসী মানুষের অন্তর্ভুক্তি আওয়ামী লীগকে আরো গতিশীল করে তুলবে বলেও মনে করেন নেতৃবৃন্দ।