মনিরুল ইসলাম মনির:
মতলব উত্তর উপজেলায় নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন আশরাফুল হাসান। সোমবার ২৩ মে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে তিনি যোগদান করেন। তিনি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি এর আগে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার (ভূমি অধিগ্রহণ শাখা ও ট্রেজারী শাখা) হিসেবে কর্মরত ছিলেন। দায়িত্ব পালনে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন। তবে কত তারিখে দায়িত্ব গ্রহণ করবেন এ বিষয়ে জেলা প্রশাসকের নির্দেশনার অপেক্ষায় আছেন।