ইউক্রেনে পঞ্চম দিনের যুদ্ধ অব্যাহত। গেরিলা যুদ্ধের জন্য তৈরি ইউক্রেন, কিয়েভে অস্ত্র নিয়ে নামল সাধারণ মানুষ। ইউক্রেনের কিয়েভ দখলের চেষ্টা রুশ সেনার, এলাকা ছেড়ে পালাচ্ছে মানুষ। ইউক্রেনে হামলার পর থেকে আমেরিকা রাশিয়ার ব্যবসায়ী, ব্যাঙ্ক এবং সমগ্র অর্থনৈতিক খাতের ওপর সব ধরনের নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা করেছে। এরই মাঝে নতুন করে বড় বিবৃতি দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন বলেন, ইউক্রেনের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞার একমাত্র বিকল্প হবে ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ শুরু করা।
খারকিভে প্রবেশ করল রুশ সেনা, ইউক্রেনের সঙ্গে শুরু সংঘর্ষ। রাশিয়ার হামলায় ইউক্রেনে এক শিশু সহ ৬ জন মৃত বলে জানায় ইউক্রেন প্রশাসন। ইউক্রেনের কিয়েভ দখলের চেষ্টা রুশ সেনার, এলাকা ছেড়ে পালাচ্ছে মানুষ। খারকিভের গ্যাস পাইপলাইন ধ্বংস করল রাশিয়া, কিয়েভে লাগাতার হামলা ইউক্রেনে হামলার পর থেকে আমেরিকা রাশিয়ার ব্যবসায়ী, ব্যাঙ্ক এবং সমগ্র অর্থনৈতিক খাতের ওপর সব ধরনের নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা করেছে। এরই মাঝে নতুন করে বড় বিবৃতি দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন বলেন, ইউক্রেনের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞার একমাত্র বিকল্প হবে ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ শুরু করা।
জটিল হচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি। ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের আরও ২টি বিমান আসছে আজ। একটি বুখারেস্ট ও একটি বুদাপেস্ট থেকে আজই দিল্লি পৌঁছবে দু’টি বিমান।