মোঃ জামাল হোসেনঃ
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ঐতিহ্যবাহি খিলা বাজার স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছ। ২৬ মে বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে ভোটারদের স্বতস্ফূর্ত ভোট প্রদানের মধ্য দিয়ে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে স্কুল শাখায় অভিভাবক প্রতিনিধি পদে ৪ জন অভিভাবক নির্বাচনে অংশ গ্রহন করেন। শিক্ষার্থীর অভিভাবকদের প্রতোক্ষ ভোটে ২ জন অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হন। নির্বাচিতরা হলেন- মোঃ মাহবুব আলম (২৫৫) ভোট পেয়ে প্রথম স্থান অর্জন করেন, মোঃ কামরুল হাসান (১৭৯) ভোট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন। নির্বচন পরিচালনায় প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আহসান উল্লাহ চৌধুরী। সহযোগিতা করেন শারাস্তি থানা পুলিশ। অভিভাবক নির্বাচনের সার্বিক সহযোগিতায় ছিলেন খিলা বাজার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মোশারেফ হোসেন।
এছাড়াও অভিভাবক প্রতিনিধি হিসেবে কলেজ শাখায় ২ জন অভিভাবক সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তারা হলেন মোঃ মনিরুজ্জামান ও মোঃ মাহফুজুর রহমান। নির্বাচন সহযোগিতায় ছিলেন শিক্ষকবৃন্দ আইন-শৃঙ্খলা বাহিনী, গ্রাম পুলিশ বৃন্দ।