মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||
হাজীগঞ্জ উপজেলার মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি, জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: মানিক হোসেন মিয়াজীর দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার রাতে মরহুমের জানাযা শেষে নিজ বাড়ি মোহাম্মদপুর গ্রামের মিয়াজী বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এর আগে এদিন দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মো. মানিক হোসেন মিয়াজী হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তারঁ বয়স হয়েছিল ৩৬ বছর। তিনি স্ত্রী ও ২ মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।
এদিন রাত ৯ টায় হাজীগঞ্জ উপজেলার মোহাম্মদপুর পূর্বপাড়া মাজার শরীফ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাযার পূর্বে বিশিষ্ট সাংবাদিক খালেকুজ্জামান শামীমের পরিচালনায় মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।
বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হক, ইউপি চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল, সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, জগান্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মুরতেজা কামাল।
এসময় আরো বক্তব্য রাখেন, মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক কামাল হোসাইন চৌধুরি, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী ওয়ালী উল্যাহ, শিক্ষক এটি হোসাইন আহম্মদ তালুকদার প্রমূখ।
জানাজার নামাজে ইমামতি ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন, হযরত মাও. মো. শাহ আলম আল কাদেরি। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় ও এলাকাবাসীসহ কয়েক শতাধিক মুসল্লী অংশ গ্রহন করেন।