খন্দকার আরিফ :
হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের রাজারগাঁও উত্তর-পূর্ব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের উদ্বোধন করেছেন হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।
শনিবার (২৮ মে) সকালে সাড়ে ৯টায় বিদ্যালয় মাঠে সভা অনুষ্ঠিত হয়। এরপূর্বে প্রধান অতিথি হিসেবে নব-নির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন।
আলোচনা সভা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টরের সেক্টর কমান্ডার ও হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর. রফিকুল ইসলাম বীরউত্তম।
তিনি প্রধান অতিথির বক্তব্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবকল্যাণমুখী কাজ করছেন এবং ভবিষ্যতেও এর ধারা অব্যাহত থাকবে । সে সাথে শিক্ষার মান-উন্নয়নে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। কিন্ত এটিকে পুঁজি করে কেউ বেশী লাভের জন্য কাজ অসম্পূর্ণ রাখবেন, সেটি কোন ভাবেই মেনে নেওয়া হবে না।
ওই সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুল ইসলাম তানজীর, জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাজী জসিম উদ্দিন, আওয়ামীলীগ নেতা হুমায়ন কবির লিটন, বীরমুক্তিযুদ্ধা আব্দুর রব খোকন বিএসসি।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. মাহবুব-উল আলমের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আ. হাদি, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মো. মাসুদ ইকবাল, সিনিয়র যুগ্ন-আহবায়ক মো. জাকির হোসেন সোহেলসহ আরো অনেকে।