মতলব উত্তর ব্যুরো:
চাঁদপুরের মতলব উত্তরে প্রাক্তন ছাত্রলীগ নেতৃবৃন্দের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ মে) দুপুরে উপজেলার কলাকান্দা ইউনিয়নের মিলারচর গ্রামে আওয়ামী লীগের বন ও পরিবেশে বিষয়ক উপ-কমিটির সদস্য মো. আতিকুল ইসলাম শিমুলের বাড়িতে মতলব উত্তর থানা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা আহবায়ক আ. রবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আওয়ামী লীগের বন ও পরিবেশে বিষয়ক উপ-কমিটির সদস্য মো. আতিকুল ইসলাম শিমুল।
সাবেক মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নুরে আলম মুরাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ও উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাড. মহসিন মিয়া মানিক, সাবেক মতলব ডিগ্রি কলেজ ছাত্র সংসদের জিএস ও জেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রহমত উল্ল্যা চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাজহারুল ইসলাম মিজান, জহিরুল ইসলাম চৌধুরী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক প্রভাষক মেহেদি হাসান, সাবেক উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার জামাল হোসেন নাহিদ, সাবেক উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক অ্যাড. জসিম উদ্দিন, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, মাহবুব আলম বাবু, সাধারণ সম্পাদক আলীনুর বেপারী, সাবেক উপজেলা ছাত্রলীগের সদস্য আশরাফুল আলম মিলন, নুরে আলম স্বপন, আনোয়ার হোসেন, রফিকুল ইসলাম রিয়াদ, নুরে আলম প্রধান, আলাউদ্দিন ভূঁইয়া, গোলাম মর্তুজা, জিসান আহাম্মদে, জেলা সেচ্ছাসেবক লীগের বন ও পরিবেশে বিষয়ক সম্পাদক ওচমান গনি শিকদার, সাবেক মতলব ডিগ্রি কলেজ সংসদের ক্রিড়া সম্পাদক আমিনুল রহমান রোবেল, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়, দুর্গাপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি কামাল লস্কর, কলাকান্দা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মনির হোসেন, যুগ্ম আহবায়ক তাইজুল ইসলাম শ্যামল, ছেংগারচর পৌর শ্রমিক লীগের সিরিজ সরকার উপজেলা ছাত্রলীগ নেতা আবু হানিফ অভি সহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।