মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||
হাজীগঞ্জ বাজারের চার ব্যবসা প্রতিষ্ঠানে নগদ ৩৬ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম। রোববার বিকালে তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করেন। জনসচেতনতায় ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহৃত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিক, উপজেলা স্যানেটারী পরিদর্শক ও নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. সামছুল ইসলাম রমিজ, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) কুমিল্লা কার্যালয়ের পরিদর্শক মো. আনিছুর রহমান ও হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. আল-আমিনসহ সঙ্গীয় ফোর্স ও অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
জানা গেছে, ওজনে কম দেওয়ায় হাজীগঞ্জ বাজারস্থ একটি ময়দার মিলে নগদ ১৫ হাজার টাকা, মিষ্টি ও মিষ্টির শিরায় পোকা-মাকড় এবং প্যাকেটর ওজন বেশি হওয়ায় মিষ্টির দোকানে ৬ হাজার টাকা, অপরিচ্ছন্ন পরিবেশ থাকায় খাবার হোটেলে ৫ হাজার টাকা, উৎপাদনকৃত পন্যে অগ্রিম তারিখ ও এ্যামেনিয়া থাকায় একটি বেকারীতে নগদ ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।