অনলাইন ডেস্ক :
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মালীগাঁও উচ্চ বিদ্যালের বিদ্যোৎসাহী সদস্য হলেন, তরুন সমাজসেবক সুলতান মাহমুদ। শনিবার সকালে বিদ্যালয় হলরুমে আনুষ্ঠানিক ভাবে তাকে বরণ করে নেয়া হয়।
এসময় সুলতান মাহমুদকে ফুলেল শুভেচ্ছা জানান, পরিচালনা পর্ষদের নব নির্বাচিত সভাপতি মনির হোসেন, প্রধান শিক্ষক শাহাদাত হোসেনসহ শিক্ষক ও অভিভাবক সদস্যবৃন্দ। পরে বিদ্যালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি অংশগ্রহণ করেন।
সভাশেষে তিনি তাকে এ পদে নির্বাচিত করায় বিদ্যালয়ের ম্যানেজিং( কমিটির সদস্য, বিদ্যালয়ের সকল শিক্ষক ও অভিভাবকদের কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানায়। তিনি সকলের কাছে দোয়া ও সহযোগীতা কামনা করেছেন।
সুলতান মাহমুদ ঢাকায় ব্যবসার কাজে জড়িত রয়েছেন। তিনি ওই ইউনিয়নের তারালীয়া গ্রামের বাসিন্দা। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন