খন্দকার আরিফঃ
হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১ তম শাহাদতবার্ষিকী এবং হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য এম এ মতিনের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। সোমবার (৩০ মে) বিকেলে হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির প্রধান সমন্বয়ক জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জি. মমিনুল হক এর বাসভবনে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দিনটি পালন করা হয়।
উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী ইমাম হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ রহিম পাটওয়ারী, সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. খোরশেদ আলম ভুট্টো, সাংগঠনিক সম্পাদক এম এ নাফের শাহ।
আলোচনা সভা শেষে মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম এ নাফের শাহ। মিলাদ ও দোয়া অনুষ্ঠান শেষে তাবারুক বিতরণ করা হয়েছে।
উপজেলা বিএনপিরসাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবলীগের আহবায়ক মো. আকতার হোসেন দুলালের সঞ্চালনায় উপজেলা বিএনপির সহ-সভাপতি প্রফেসর কুদ্দুস, পৌর বিএনপির সহ-সভাপতি মো. নুরুনবী সম্রাট, সাংগঠনিক সম্পাদক মো. শাহাবুদ্দিন সাবু, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. কাজী জসিম উদ্দিন, সিনিয়র যুগ্ন-আহবায়ক মো. হুমায়ন কবির সুমন, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসাইন, সদস্য সচিব মো. জুয়েল রানা তালুকদার, যুগ্ন-আহবায়ক মো. আব্দুল কাদের দেওয়ান, সাব্বির, কবির হোসেন রাজু, পৌর ছাত্রদলের আহবায়ক মো. আবু ইউসুফ, সদস্য সচিব মো. দ্বীন ইসলাম টগরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।