মোহাম্মদ হাবীব উল্যাহ্||
চাঁদপুরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর কার্যালয়ের বাজার তদারকি অভিযানে বিএসটিআই লাইসেন্স (নিবন্ধন) না থাকায় আরিয়ান ফুড এন্ড প্রোডাক্টস সিরকা নামক একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠাণকে নগদ ২৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
সোমবার (৩০ মে) এ অভিযান পরিচালনা করে জরিমান আরোপ ও আদায় করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. নুর হোসেন রুবেল। অবৈধভাবে নকল পণ্য টেস্টি স্যালাইন উৎপাদন করায় তিনি এ জরিমানা আরোপ ও আদায় করেন।
মো. নুর হোসেন রুবেল জানান, আরিয়ান ফুড এন্ড প্রোডাক্টস সিরকা উৎপাদনে বিএসটি আই লাইসেন্স না থাকায় এবং অবৈধভাবে নকল পণ্য টেস্টি স্যালাইন উৎপাদন করায় নগদ ২৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
তিনি বলেন, চাঁদপুর সদর থানা পুলিশের সহযোগিতায় এ বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। অভিযানে চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এনামুল হকসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।