আরকেনিউজ ডেস্কঃ
হাজীগঞ্জ থেকে আনুমানিক চল্লিশ বছর বয়সি অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকালে উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়নের মাড়কি গ্রামের খাসের বাড়ির পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে , গত কয়েকদিন আগে অজ্ঞাত এক যুবককে উদ্দেশ্যহীনভাবে মাড়কি গ্রামের বিভিন্ন পাড়া-মহল্লায় ঘুরাঘুরি করতে দেখা গেছে। এরপর আজ বিকাল তিনটার দিকে গ্রামের খাসের বাড়ির পুকুর মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় এলাকার লোকজন।
খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল আজিজ শেখ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এরপর সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, উদ্ধারকৃত মরদেহের পরিচয় ও পরিবারের খোঁজ-খবর জানতে দেশের সকল স্থানে বার্তা পাঠানো হয়েছে।
এ সময় তিনি বলেন, মৃত্যুর কারণ নিশ্চিতকরণে প্রাথমিক তদন্ত কাজ চলছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।