আরকেনিজউজ ডেস্ক:
হাইমচরে একটি বেসরকারি এনজিও অফিসের পানির পাম্পে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে মো. আনোয়অর হোসেন গাজী (৫৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। বৃহস্পতিবার সকালে শরিয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস) নামক একটি এনজিও অফিসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। তিনি ওই উপজেলার আলগী উত্তর ইউনিয়নের বিঙ্গুলিয়া গ্রামের মৃত আঃ মতিন গাজীর ছেলে
ঘটনাস্থল ও নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, আনোয়ার হোসেন রাজ মিস্ত্রি কাজ করার জন্য প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে কমলাপুর গ্রামে নিজ কর্মস্থলে বিদ্যুৎস্পৃষ্টের গুরুতর আহত হন। এরপর তাৎক্ষণিক তাকে উদ্ধার করে চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে এসডিএস হাইমচরের কো-অর্ডিনেটর নিগার সুলতানা সংবাদকর্মীদের জানান, আনোয়ার হোসেনকে অফিস নির্মানের জন্য কন্টাক্ট দেয়া হয়। প্রতিদিনের মতো আজও তিনি কাজ করতে এসে বিদ্যুৎস্পৃষ্ট আহত হন বলে আমি জানতে পারি। খবর পেয়ে আমি তাৎখনিক হাসপাতালে ছুটে যাই এবং সেখানে তার মৃত্যুর বিষয়টি জানতে পারি।
এ সময় তিনি বলেন, নিহত আনোয়ার হোসেন গাজীর পরিবারের জন্য এসডিএস এর পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করা হবে।
নিহতের স্ত্রী বলেন, তিনি নির্মাণ শ্রমিক ছিলেন। কাজ কন্ট্রাক নিয়ে কাজ করতেন। তিনিই পরিবারের উপার্জনক্রম ব্যক্তি ছিলেন। এখন আমি তাকে হারিয়ে নিরুপায় হয়ে গেলাম। আমার সন্তানদের কে দেখবে। সংসার চালানোর মতো আর কেউ থাকলো না। নিহত আনোয়ার হোসেন গাজীর স্ত্রী ও দুই মেয়ে, এক ছেলে রেখে যান।
হাইমচর থানার অফিসার ইনচার্জ আশরাফ উদ্দিন জানান, আনোয়ার হোসেন নামে একজন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর শুনেছি। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।