আরকেনিউজ ডেস্ক :
কচুয়া অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেছেন, ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইবনে আল জায়েদ হোসেন। বৃৃহস্পতিবার উপজেলার কড়ইয়া ইউনিয়নের সাহেদাপুর গ্রামে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিলেন সাহেদাপুর গ্রামের মৃত. শাহজাহান মিয়ার ছেলে মাসুদুল হাছান। বিষয়টি উপজেলা প্রশাসন জানতে পেরে এ দিন ঘটনাস্থলে ছুটে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইবনে আল জায়েদ হোসেন।
এরপর বালু উত্তোলনের সত্যতা পাওয়ায় এবং বালু উত্তোলনকারী মাসুদুল হাছান বিষয়টি স্বীকার করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাটি ব্যবস্থাপনা আইনে তাকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইবনে আল জায়েদ হোসেন জানান, জনস্বার্থে এবং সরকারি আইন বাস্তবায়নে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।