মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||
হাজীগঞ্জে কোভিড-১৯ বুস্টার ভ্যাকসিনেশন ক্যাম্পেইন (৪-১০ জুন) অবহিতকরণ ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মাওলার সভাপতিত্বে শনিবার সকালে এ অবহিতকরণ ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
এদিন সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইব্রাহিম খলিল।
মেডিকেল অফিসার ডা. ওমর ফারুকের উপস্থাপনায় এ সময় আরো বক্তব্য রাখেন, সদর ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন, বড়কুল পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন হেলাল, কালচোঁ উত্তর ইউনিয়নের প্রতিনিধি ইউপি সদস্য সৈয়দ আহাম্মদ।
সভায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মাওলা জানান, প্রতিটি ইউনিয়নে বুস্টার ডোজ হিসাবে মর্ডাণার টিকা (ভ্যাকসিন) দেয়া হবে।যারা ফাইজারের টিকা দিতে চান, তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসার জন্য অনুরোধ জানান তিনি।
এ সময় অন্যান্য সরকারি কর্মকর্তা, সাংবাদিকধ, বিভিন্ন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্য, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।