ছ’দিনের সামরিক অভিযানে ইউক্রেনের একের পর এক শহর গুঁড়িয়ে দিয়েছে রুশ সেনা। মঙ্গলবার ভারতীয় দূতাবাস থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে হামলা চালিয়েছে রাশিয়া। সেনা ঘাঁটির পর এবার রাজধানী কিভে টিভি’র টাওয়ারও উড়িয়ে দিল রুশ সেনা! সেদেশের অভ্যন্তরীণ মন্ত্রালয় জানিয়েছে, এই হামলার জেরে যন্ত্রসামগ্রীর ক্ষতি হয়েছে। তাই আপাতত কাজ করবে না চ্যানেল।
জনবহুল এলাকাতেও লাগাতার মিসাইল হামলা চালাচ্ছে রুশ বাহিনী। তার ফলে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে মৃত্যু হয়েছে ৮ জন সাধারণ নাগরিকের। কিভের তরফে এর আগে জানানো হয়েছিল, রুশ হামলায় ১৪ জন শিশু-সহ ৩৫২ জন নাগরিকের মৃত্যু হয়েছে।