আরকেনিউজ ডেস্কঃ
হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের জনশুমারি ও গৃহগননা
সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীগনের প্রশিক্ষণের উদ্ধোধন করা হয়েছে। শনিবার সকালে প্রশিক্ষণের উদ্ধোধন করেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল।
জনশুমারি ও গৃহগননা শুমারির ইউনিয়ন সমন্বয়ক আবদুর রহিমের পরিচালনায় উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট্য সাংবাদিক খালেকুজ্জামান শামীম। এসময় সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীগনের ৪ দিন ব্যাপী এ প্রশিক্ষণের বিভিন্ন বিষয় তুলে ধরেন বক্তারা।
তারা জানান, মাঠ পর্যায়ে সুপারভাইজারদের সহায়তায় গণনাকারীরা নির্ধারিত গণনা এলাকায় সরেজমিনে গমনপূর্বক গৃহ ও খানা সনাক্তকরণ দায়ীত্ব পালন করবেন । নির্ধারিত গণনা এলাকায় তথ্যসংগ্রহ ও সংগৃহীত তথ্য নির্ধারিত সার্ভারে প্রেরণ,গণনাকারী ও সুপারভাইজারগণরা থাকবেন।
সকালের উদ্দ্যেশে বক্তারা আরো বলেন, জনশুমারিতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিয়ে এ কাজে সহযোগীতার হাত বাড়ান। প্রশিক্ষনের মাধ্যমে জনশুমারি ও গৃহশমারি সফলরুপদান করুন। সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এ প্রশিক্ষন চারদিন ব্যাপী অনুষ্ঠিত হবে।