মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে জাতীয় বীমা দিবস- ২০২২ পালন করা হয়েছে। ‘বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে’ এই প্রতিপাদ্যে মঙ্গলবার রচনা প্রতিযোগিতা, বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের নেতৃত্বে এদিন সকালে উপজেলা চত্ত¡র থেকে র্যালীটি বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের আলীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, বিশেষ অতিথি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলি পারভীন মিলি, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রাশেদ আতিক রোজি, বীমা এসোসিয়েশনের হাজীগঞ্জ উপজেলা সভাপতি মো. শাহজালাল, সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান প্রমুখ।
উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল গণির উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য শেষে রচনা প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এ সময় বিশেষ অতিথি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা মজুমদার, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম পাটওয়ারী, বীমা এসোসিয়েশনের হাজীগঞ্জ শাখার সহ-সভাপতি গাজী আহসান ও জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
এছাড়াও বীমা এসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক মহসিন মিয়াজি, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, কোষাধ্য ইসমাইল হোসেন, দপ্তর সম্পাদক মোবারক হোসেন, প্রচার সম্পাদক বিল্লাল হোসেন, সদস্য আবুল ফারাহ মজুমদার, ইউনুস মিয়া, সালেহ আহমেদ রানা, ফয়জুন্নেছা চামেলিসহ অন্যান্য সরকারি কর্মকর্তা, সরকারি ও বেসরকারি বিভিন্ন বীমা কোম্পানী কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।