এসময় তিনি বলেন,আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। শিক্ষার্থীদের বাদ দিয়ে স্মার্ট বাংলাদেশ গঠন করা সম্ভব না। আজকের শিক্ষার্থীরাই আগামী বাংলাদেশের বিনির্মাতা।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইলিয়াছ হোসেনের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য দেন আবু নাছের আদনান, ফেরদৌস মজুমদার, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য রাধাকান্ত দাস রাজু, মাহবুবুর রহমান ও কামরুল ইসলাম খান, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ, বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোদেজা বেগম, বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মতিয়া মাহবুবা আক্তার ও হাজীগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক বিলকিছ আরা বেগম প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষকদের মধ্য বক্তব্য দেন সিনিয়র শিক্ষক মো. জাকির হোসেন,শংকর কুমার পাল, মো. শরিফুল ইসলাম ও শাহাদাত হোসেন, অভিভাবকদের মধ্যে মৌমিতা রায় চৌধুরী, মো. শাহজাহান ও নাজির আহমেদ, পরীক্ষার্থীদের পক্ষে শাহজাদী আনহা ও শাহনাজ আক্তার, শিক্ষার্থীদের পক্ষে সাকিবুন ইসলাম ইনতা, রায়হান ছুবহা, নুসরাত জাহান নুরশি ও রনজনা পাল প্রমুখ।
বক্তব্যের পূর্বে পরীক্ষার্থীদের মধ্যে মানপত্র পাঠ করেন উম্মে আয়মন লামিয়া ও অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে মানপত্র পাঠ করেন মাদিহা মাহবুব এবং বক্তব্য শেষে দোয়া ও মোনাজাত করেন মাও. মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন শিক্ষার্থী শাজাজাদী আনহা ও গীতা থেকে পাঠ করেন শিক্ষার্থী প্রাপ্তি সাহা। এসময় অন্যান্য অতিথিবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, পরীক্ষার্থী ও অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।