চাঁদপুর প্রতিনিধিঃ
চাঁদপুরে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ মো. আনিস মিয়া (২০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৫ জুন) দুপুরে চাঁদপুর সদর মডেল থানাধীন চাঁদপুর বাসষ্ট্যান্ড এর ফয়সাল শপিং কমপ্লেক্স এর পূর্ব পার্শ্বে পাকা রাস্তা থেকে গাঁজাসহ তাকে হাতে-নাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারি মো. মো. আনিস মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার কসবা পৌরসভাধীন ২নং ওয়ার্ড শাহপুর দক্ষিন পাড়ার মৃত শাহআলম মিয়ার ছেলে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এদিন রাতে চাঁদপুর সদর মডেল থানাধীন চাঁদপুর বাসষ্ট্যান্ড এর ফয়সাল শপিং কমপ্লেক্স এর পূর্ব পার্শ্বে পাকা রাস্তায় মাদক বিরোধী অভিযান অভিযান পরিচালনা করেন জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ইমাম হোসেন।
এ সময় ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি মো. মুন্নাকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। রোববার তাকে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়।