Header Border

ঢাকা, বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)
শিরোনাম
হাজীগঞ্জে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে ইসলামী আন্দোলনের গণসমাবেশ  মতলব উত্তরে এস ই এল মডেল একাডেমিতে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও মেধাবৃত্তি পুরস্কার বিতরণ   হাজীগঞ্জে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত মতলব উত্তরে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হাজীগঞ্জে মাসব্যাপী তারুণ্যের উৎসব উপলক্ষে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ কচুয়া পৌর বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর আলোচনা সভা মতলব উত্তরে ৩৮ শতাংশ টিউবওয়েলে আর্সেনিক!  মতলব উত্তরে কালীপুর লঞ্চঘাটের পন্টুনে ওঠার খুঁটি ভাঙা ; লঞ্চে উঠতে যাত্রীদের ভোগান্তি হাজীগঞ্জে সৌদি প্রবাসীর সঙ্গে প্রতারণা করে টাকা আত্মসাৎ ও হত্যার হুমকির অভিযোগ নারায়ণগঞ্জ ইয়ং ফাইটার্স ক্লাবের খেলোয়াড়দের ট্রাকস্যুট ও জার্সি প্রদান

গ্যাসের দাম বেড়ে এক চুলা ৯৯০ টাকা, দুই চুলা ১০৮০ টাকা | Rknews71

মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||
বেড়েছে গ্যাসের দাম। সব পর্যায়ের গ্রাহকের জন্য গ্যাসের দাম ২২ দশমিক ৭৮ শতাংশ বাড়ানোর সিদ্বান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। প্রতি ঘন মিটারে ৯ টাকা ৭০ পয়সা থেকে বেড়ে ১১ টাকা ৯১ পয়সা নির্ধারণ করা হয়েছে।
১ চুলার গ্যাসের দাম প্রতি মাসে ৯২৫ টাকা থেকে ৯৯০ টাকা এবং ২ চুলার ৯৭৫ টাকা থেকে ১০৮০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মিটারভিত্তিক চুলার গ্যাসের দাম ১২ দশমিক ৬০ টাকা থেকে বাড়িয়ে ১৮ টাকা করা হয়েছে।
যা চলতি বছরের জুন মাস থেকেই কার্যকর হবে বলে বিইআরসির সচিব ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এনতথ্য জানানো হয়েছে।

কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আবু ফারুক ভার্চুয়ার সংবাদ সম্মেলনে অংশ নিয়ে বলেন, ১ চুলার গ্যাসের দাম প্রতি মাসে ৯২৫ টাকা থেকে বাড়িয়ে ৯৯০ টাকা এবং ২ চুলার ৯৭৫ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৮০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মিটারভিত্তিক চুলার গ্যাসের দাম ১২ দশমিক ৬০ টাকা থেকে বাড়িয়ে ১৮ টাকা করা হয়েছে।

গৃহস্থালি ছাড়া সরকারি, আইপিপি ও রেন্টাল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের গ্যাসের দাম ৪ দশমিক ৪৫ টাকা থেকে বাড়িয়ে ৫ দশমিক ০২ টাকা, ক্যাপটিভ বিদ্যুৎকেন্দ্র, এসপিপি ও বাণিজ্যিক বিদ্যুৎকেন্দ্রের গ্যাসের দাম ১৩ দশমিক ৮৫ টাকা থেকে বাড়িয়ে ১৬ টাকা করা হয়েছে।

বৃহৎ শিল্পের গ্যাসের দাম ১০ দশমিক ৭০ টাকা থেকে বাড়িয়ে ১১ দশমিক ৯৮ টাকা, মাঝারি শিল্পের গ্যাসের দাম ১০ দশমিক ৭০ টাকা থেকে বাড়িয়ে ১১ দশমিক ৭৮ টাকা এবং ক্ষুদ্র, কুটির ও অন্যান্য শিল্পের গ্যাসের দাম ১৭ দশমিক ০৪ টাকা থেকে কমিয়ে  ১০ দশমিক ৭৮ টাকা করা হয়েছে।

এ ছাড়া, চা শিল্পের (চা বাগান) গ্যাসের দাম ১০ দশমিক ৭০ টাকা থেকে বাড়িয়ে ১১ দশমিক ৯৩ টাকা করা হয়েছে। হোটেল, রেস্টুরেন্ট ও অন্যান্য বাণিজ্যিক গ্যাসের দাম ২৩ টাকা থেকে বেড়ে হয়েছে ২৬ দশমিক ৬৪ টাকা। সিএনজি ফিড গ্যাসের দাম ৪৩ টাকা অপরিবর্তিত আছে।

আরো পড়ুন  হাজীগঞ্জের রাজপথে বিএনপির বিক্ষোভ মিছিল - Rknews71

বিজ্ঞপ্তিতে বলা হয়, গৃহস্থালি ছাড়া সরকারি, আইপিপি ও রেন্টাল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র; ক্যাপটিভ বিদ্যুৎকেন্দ্র, ছোট বিদ্যুৎকেন্দ্র ও বাণিজ্যিক বিদ্যুৎকেন্দ্র; সার; শিল্প; চা বাগান; বাণিজ্যিক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এবং সিএনজি স্টেশনের ক্ষেত্রে প্রতি ঘন মিটারে (মাসিক অনুমোদিত লোডের বিপরীতে) শূন্য দশমিক ১০ টাকা হারে ডিমান্ড চার্জ প্রযোজ্য হবে।

তবে বিদ্যুৎ গ্রাহক শ্রেণির আওতাধীন কোনো বিদ্যুৎকেন্দ্র এবং সার গ্রাহক শ্রেণির আওতাধীন কোনো সার কারখানা কোনো মাসে ১৫ দিন বা তার বেশি বন্ধ রাখা হলে ওই মাসে ডিমান্ড চার্জ প্রযোজ্য হবে না।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

কচুয়া পৌর বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর আলোচনা সভা
মতলব উত্তরে ৩৮ শতাংশ টিউবওয়েলে আর্সেনিক! 
মতলব উত্তরে কালীপুর লঞ্চঘাটের পন্টুনে ওঠার খুঁটি ভাঙা ; লঞ্চে উঠতে যাত্রীদের ভোগান্তি
চাঁদপুর সরকারি কলেজ ছাত্র অধিকার পরিষদের কমিটি ঘোষণা 
কচুয়ায় ধর্ষণের অভিযোগ এক কিশোর শ্রীঘরে
কচুয়ায় যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আরও খবর

error: Content is protected !!