আহসান হাবীব সুমন,কচুয়া:
চাঁদপুর ১ কচুয়া আসনের সাংসদ সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড.মহীউদ্দিন খান আলমগীর এমপি ৭ই জুন মঙ্গলবার একদিনের সফরে কচুয়া আসছেন । তিনি ওইদিন সকালে কচুয়া উপজেলা পরিষদের নতুন প্রশাসনিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন । তাছারা তিনি একই দিনে উপজেলা পরিষদে কচুয়া উপজেলার বিভিন্ন এতিমখানায় চেক হস্তান্তর ও কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়োটার উদ্বোধন এবং আন্তঃপ্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন । এছাড়া ওই দিন বিকেলে জগতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ড.মহীউদ্দিন খান আলমগীর এমপির ব্যক্তিগত সহকারি রাজিব আহমেদ রাজু স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয় । ছবিঃ ফাইল ছবি ড.মহীউদ্দিন খান আলমগীর এমপি