কচুয়া,(চাঁদপুর) প্রতিনিধি :
চাঁদপুরের কচুয়ায় অটোরিক্সায় বসাকে কেন্দ্রে করে এসএসসি পরীক্ষার্থীদের উপর হামলায় ৭ জন পরীক্ষার্থীসহ ১০ জন শিক্ষার্থী আহত হয়েছে । গুরুতর আহত এসএসসি পরীক্ষার্থী রায়হান ও সাহেদসহ ৭ জন এসএসসি পরীক্ষার্থী কচুয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।আহতরা হলো এসএসসি পরীক্ষার্থী হাসান,মাহবুব,মামুন,অপি,মহিউদ্দিন।
মঙ্গলবার উপজেলার মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এ হামলার ঘটনা ঘটে ।জানা গেছে বিরতির সময় ২জন পরীক্ষার্থী বিদ্যালয়ের সুম্মেখে থাকা অটোরিক্সায় বসেছিল । অটোরিক্সায় বসাকে কেন্দ্র করে চালকের সাথে শিক্ষার্থীদের সাথে বাগবিতান্ডা সৃষ্টি হয় । এসময় স্থানীয় উশৃ্খংল যুবক দলবেধে শিক্ষার্থীদের বেধরক মারধর করে । এসময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরা এগিয়ে আসলে তাদেরকেও মারধর করা হয়। সংবাদ পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
কচুয়া থানার ওসি মো: মহিউদ্দিন জানান আহতদের চিকিৎসার জন্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।