কচুয়া প্রতিনিধিঃ
কচুয়া থানা পুলিশের অভিযানে সাড়ে ৭ কেজি গাঁজাসহ মো. কামাল হোসেন (২৬) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা পৌনে বারোটায় উপজেলার খাজুরিয়া এলাকায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বোগদাদ পরিবহনের একটি বাস থেকে তাকে গাঁজাসহ হাতে-নাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারি মো. কামাল হোসেনের বিরুদ্ধে কচুয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত একটি মামলা দায়ের করা হয়েছে এবং এদিন তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়। সে নীলফামারী জেলার জল ঢাকা থানার পশ্চিম বালা গ্রামের মৃত মহিদুল ইসলামের ছেলে।
কচুয়া থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের দিক-নির্দেশনায় এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) ও থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এদিন সকালে উপজেলার খাজুরিয়া গ্রামের কুমিল্লা-চাঁপুদর আঞ্চলিক মহাসড়কের যাত্রী ছাউনির সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এ সময় বোগদাদ পরিবহনের একটি বাস তল্লাশী করে মাদক কারবারি মো. কামাল হোসেনের কাছ থেকে সাড়ে ৭ কেজি গাঁজাসহ তাকে হাতে-নাতে গ্রেফতার করে কচুয়া থানার উপ-পরিদর্শক মো. রাজ্জাক আহম্মেদ। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়।